শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

২৪ ঘণ্টা ধরে চুমু খেলেন ইমরান-কঙ্গনা

index
নানা কারণে ‘কাট্টি বাট্টি’ ছবিটির নাম চলে এসেছে হিটলিস্টে। ভাগ্নে ইমরান খানের সঙ্গে কঙ্গনা রানাউতের অভিনয় দেখে কেঁদেও ফেলেছেন আমির খান। আবার এই ছবির একটা গান ‘লিপ টু লিপ টু দে কিসিয়াঁ’র শুটিংয়ে ২৪ ঘন্টা ধরে চুমু খেতে হয়েছে ইমরান ও কঙ্গনাকে।
এই এক গান শুটিং করতে লেগেছে তিনদিন, প্রতিদিন আট ঘন্টা ধরে চুমু খেতে হয়েছে এই জুটিকে। গানের জন্য ছবির নির্মাতারা নাকি প্রথমবার স্টপ মোশন টেকনোলজি ব্যবহার করেছেন। তাই বলে ২৪ ঘন্টা চুমু! অবশ্য নির্মাতা নিখিল আদবভানি জানিয়েছেন- কঙ্গনা এবং ইমরান দুজনেই খুব পেশাদার, তাই চুমুর এই দীর্ঘ দৃশ্যে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়নি।
আগামি ২৮ অগাস্ট এই গান মুক্তি পাবে। ইতোমধ্যে টুইটারে ছড়িয়ে গেছে এই ছবির নতুন পোস্টার। সেই পোস্টারে চুম্বনের বিভিন্ন উপকারিতার কথাও ফলাও করে বলা হয়েছে! ১৮ সেপ্টেম্বর ছবি মুক্তির পরে বোঝা যাবে- কে কতটুকু উপকৃত হয়।