বুধবার, ৫ আগস্ট, ২০১৫

মানিকগঞ্জে প্রেমিক প্রেমিকার আত্মহত্যা

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কসবা হাজিনগর গ্রামে গলায় ওড়না পেচিয়ে আতœহত্যা করেছে প্রেমিক- প্রেমিকা। সোমবার মধ্যরাতে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৩) ও তার প্রেমিকা একই গ্রামের সৌদি প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী সুইটি বেগম (২০)। পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামী বিদেশ থাকায় সুইটির সাথে দেলোয়ারের কয়েক বছর ধরে প্রেমের সর্ম্পক ছিল। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে দেলোয়ার সুইটির ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে কয়েক জন যুবক তাদের ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। ঘরে বাইরে বের হতে না পেরে লোকলজ্জার ভয়ে দুজনেই ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আতœহত্যা করে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ভোরের দিকে তাদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচাজ (ওসি) আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মৃতদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।