চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীকে কুপিয়ে এক ত্রিপুরা তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণ করেছে সাত যুবক। অভিযুক্ত ওই সাত যুবকও ত্রিপুরা গোত্রের।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে ওই তরুণীর স্বামী বাদি হয়ে মনীন্দ্র ত্রিপুরা (২৩) ও যতীন্দ্র ত্রিপুরাসহ (২২) সাত যুবককে আসামী করে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মোতালেব সরকার জানান, রাত দেড়টার দিকে ছোট কুমিরা গুল আহমেদ জুট মিলের পূর্ব পাশে ত্রিপুরা গ্রামে সাত যুবক মিলে এক তরুণীকে ঘর থেকে তুলে পাহাড়ের উপর নিয়ে যায়। এ সময় ওই তরুণীর স্বামী বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। রাত তিনটার দিকে ছোট কুমিরার পাহাড়ি এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে।
পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
ধর্ষণের সঙ্গে জড়িতদের ধরতেবিভিন্ন স্থানে অভিযান চলছে বলেও তিনি জানান।