বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫

পাবনায় নিষিদ্ধ পলিথিন কারখানা সিলগালা

পাবনা সদর উপজেলার আফুরিয়ায় নিষিদ্ধ ও জনস্বাস্থ্যর জন্য ক্ষতিকর পলিথিন কারখানা আবিস্কার করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। পরে ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
 
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার রায়হানা ইসলাম ও র‌্যাব পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার আজমল হোসেন খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আফুরিয়ার পূর্বপাড়ার মানিক হোসেনের মালিকানাধীন মানিক এন্ড ব্রাদার্স নামের পলিথিন কারখানায় মালিককে না পেয়ে সিলগালা করে দেওয়া হয়।