পাবনার বেড়ায় আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত
নয়টার দিকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী
পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন। আটককৃতরা হলেন, উপজেলার হাটুরিয়া
পূর্বপাড়া গ্রামের আবু বকর শেখের ছেলে রেজুয়ান হোসেন (৩৫) ও নতুন
পেঁচাকোলা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে রবিউল ইসলাম (৩০)। বেড়া থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, উপজেলার তেঘরিয়া গ্রামে দুই
পক্ষ আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে
ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এ সময় একটি বিদেশী তৈরী পিস্তল, ১৪টি গুলি ও
২টি ম্যাগজিন সহ উল্লেখিত দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় আটকৃকতদের বিরুদ্ধে
পুলিশ বাদি একটি মামলা দায়েরের প্রস্তুতি চললে বলেও জানান ওসি।