বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫

পাবনার বেড়ায় আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক আটক

পাবনার বেড়ায় আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত নয়টার দিকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন। আটককৃতরা হলেন, উপজেলার হাটুরিয়া পূর্বপাড়া গ্রামের আবু বকর শেখের ছেলে রেজুয়ান হোসেন (৩৫) ও নতুন পেঁচাকোলা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে রবিউল ইসলাম (৩০)। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, উপজেলার তেঘরিয়া গ্রামে দুই পক্ষ আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এ সময় একটি বিদেশী তৈরী পিস্তল, ১৪টি গুলি ও ২টি ম্যাগজিন সহ উল্লেখিত দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় আটকৃকতদের বিরুদ্ধে পুলিশ বাদি একটি মামলা দায়েরের প্রস্তুতি চললে বলেও জানান ওসি।