শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

পাকিস্তান নয়, ভারতই একঘরে হয়েছে : কেজরিওয়াল



দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটবার্তায় বলেছেন, পাকিস্তান নয়, ভারতই আন্তর্জাতিকভাবে বন্ধুহীন হয়ে পড়ছে।
ভারতের একটি জাতীয় দৈনিকে কাশ্মিরের সেনা ঘাটিতে সন্ত্রাসী হামলা নিয়ে একটি প্রতিবেদনে পাকিস্তানের পক্ষে মন্তব্য করা হয়। এতে বলা হয়, উরি হামলার পর পাকিস্তান নয়, ভারতই আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ছে। কেজরিওয়াল সেটি সমর্থন করে টুইট করেন।
কেজরিওয়াল মঙ্গলবার টুইট করেন, 'দুর্দান্ত আর্টিক্যাল। উরিতে পাকিস্তান নয়, ভারতই মনে হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হচ্ছে।'
তার এই মন্তব্যের পর ভারতের অনেকে তার সমালোচনা করছেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

‘পরমাণু হামলা করে ধ্বংস করে দেয়া হবে ভারতকে’



এবার ভারতে পরামানু হামলা করার হুমকি দিল পাকিস্তান। তাতে ভারত ধ্বংস হয়ে যাবে, দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর।
এক বেসরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দেয়ার সময় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজ আসিফের হুমকি, “শো কেসে সাজিয়ে রাখার জন্য পরমাণু বোমা বানায়নি পাকিস্তান। আমাদের উপর হামলা করার সাহস দেখালে ভারতকে ধ্বংস করে দেওয়া হবে।
তিনি আরো বলেন, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ভারত হামলা চালালে তার পালটা জবাব দিতে প্রস্তুত পাকিস্তানের বিমান বাহিনীও।
কাশ্মির প্রসঙ্গও তুলেছেন। প্রতিরক্ষামন্ত্রীর দাবি, কাশ্মির ইস্যুতে ভারত কারোর থেকে কোনো সমর্থন পায়নি। অন্যদিকে চীন পাকিস্তানের পাশে আছে। উরির সেনা হেডকোয়ার্টারে হামলা ভারতেরই পরিকল্পনামাফিক হয়েছে বলেও দাবি করেন খাওয়াজ আসিফ। কাশ্মির থেকে বিশ্বের নজর সরাতে ভারত নিজেই এই হামলা চালিয়েছে বলে দাবি তার।

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

পাকিস্তান ভূখণ্ডে অভিযানই হয়নি!



পাকিস্তান ভূখণ্ডে ঢুকে 'সার্জিক্যাল স্ট্রাইক' চালানোর কথা ঘোষণা করেছে ভারত। তবে পাকিস্তান দাবি করেছে, তাদের ভূখণ্ডে কোনো হামলাই চালানো হয়নি।
পাকিস্তান সেনাবাহিনীর দাবি, ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে কোনো হামলা চালায়নি। নিয়ন্ত্রণ রেখার অন্য পাশ থেকে ভারত যে গোলাবর্ষণ করেছে মাত্র। ভারতের গোলাবর্ষণে পাকিস্তান বাহিনীর দুই জওয়ারের মৃত্যু হয়েছে বলেও পাকিস্তান জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই হামলার তীব্র নিন্দা করেছেন।
পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে জানিয়েছে, ভারত বাজার গরম করার চেষ্টা করছে। পাক অধিকৃত কাশ্মীরে কোনও সার্জিক্যাল স্ট্রাইক ভারত করেনি। মাঝেমধ্যেই নিজেদের এলাকা থেকে পাকিস্তানের দিকে ভারত যে ভাবে গোলাবর্ষণ শুরু করে, বুধবার মধ্যরাত থেকেও ভারত তা-ই করছিল। ভারতের এই গোলাবর্ষণের উপযুক্ত জবাব পাকিস্তান দিয়েছে বলে পাকিস্তান সেনার জনসংযোগ শাখার দাবি। তবে ভারতের গোলাবর্ষণে দুই পাকিস্তান জওয়ানের মৃত্যু হয়েছে বলে পাকিস্তান স্বীকার করেছে। পাক সেনার তরফে আরও বলা হয়েছে, ‘‘পাকিস্তানের মাটিতে ভারত যদি কোনো সার্জিক্যাল স্ট্রাইক চালায়, তা হলে পাকিস্তানও একই উপায়ে জবাব দেবে।’’

পাকিস্তানে হামলার পর ভারতে শেয়াবাজারে ধস



পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে ভারতীয় সেনার হামলার প্রভাব পড়েছে দেশটির শেয়ার বাজারেও।
২.‌০২ শতাংশ পড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স। ৫৭২.‌৮৯ পয়েন্ট পড়ে সেনসেক্স নেমেছে ২৭ হাজার ৭১৯ পয়েন্টে। অপরদিকে নিফটি ১৮৬.‌৯০ পয়েন্ট পড়ে দাঁড়িয়েছে ৮,৫৫৮ পয়েন্টে। পাল্লা দিয়ে পড়েছে টাকার দাম। ডলারের তুলনায় রুপির দাম ৪৬ পয়সা কমে দাঁড়িয়েছে ৬৬.‌৯১ রুপি। সেনাবাহিনীর পক্ষ থেকে হামলার কথা জানানোর পরই বিনিয়োগকারীদের মধ্যে ভীতি কাজ করে। এর পরই শেয়ার বিক্রি করতে থাকেন বিনিয়োগকারীরা।
রিয়েল এস্টেট, স্বাস্থ্য, বিদ্যুৎএর শেয়ারের দাম ৫.‌০৫ শতাংশ পড়েছে।