
এ কাজটি শেষ হলেই সেন্সর বোর্ডে ছবিটি জমা দেওয়া হবে। এছাড়া ছাড়পত্র পেলেই ছবি মুক্তির তারিখ জানাতে পারব।’ নতুন তিন মুখের অভিষেক হচ্ছে ‘আইসক্রিম’ ছবির মাধ্যম। এঁরা হলেন উদয়, রাজ ও নাজিফা। ছবিতে আরও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, দিতি ও ওমর সানি।
‘আইসক্রিম’ প্রযোজনা করেছে, পপকর্ণ ফিল্মস, পিংপং এন্টারটেইনমেন্ট ও টপ অব মাইন্ড। নির্মাতা রেদওয়ান রনির দ্বিতীয় ছবি ‘আইসক্রিম’।