বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

রাজস্ব আদায় কমে যাওয়ায় 'আনহ্যাপি' অর্থমন্ত্রী

                          রাজস্ব আদায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কম হওয়ায় অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে রাশিয়ার নিউক্লিয়ার কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন বলেন, ‘এটা ব্যাড সিগন্যাল। আই এম আনহ্যাপি। এ পরিস্থিতির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের অভ্যন্তরীণ বিরোধকে দায়ী করে অর্থমন্ত্রী বলেন, এনবিআরের চেয়ারম্যানকে ডেকে তিনি এ ব্যাপারে কথা বলবেন। তবে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কী পরিমাণ রাজস্ব আদায় হয়েছে এবং তা আগের বছরের তুলনায় কতটা কম সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। অর্থমন্ত্রী বলেন, অর্থবছরের প্রথম তিন মাসে অতীতের যেকোন সময়ের তুলনায় সবচেয়ে কম রাজস্ব আদায় হয়েছে। বিষয়টি খুবই উদ্বেগের।