
বিলাল আসিফের বিধ্বংসী বোলিংয়ে তারা সুবিধা করতে পারেনি। ৩৮.৫ ওভারে ১৬১ রানেই তারা অলআউট হয়ে যায়। বিলাল আসিফ ৫ উইকেট নেন মাত্র ২৫ রান খরচ করে। পরে তিনি ব্যাট হাতেও পাকিস্তানের জয়কে সহজ করে দেন। তিনি ৩৯ বলে ৩৮ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে মুতুবামি সর্বোচ্চ ৬৭ রান করেন।
পাকিস্তান একদিনের সিরিজটি জয় করল ২-১ ম্যাচে। এর আগে দুই ম্যাচ টি২০ সিরিজে তারা জয় পেয়েছিল ২-০-এ।