বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

এবার সুন্দরবনে ৫১০ টন কয়লা বোঝাই জাহাজ ডুবি



এবার ৫১০ টন কয়লা নিয়ে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মংলা উপজেলার পশুর নদীতে একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মংলার বউটি মার্কেট এলাকায় তলা ফেটে এমভি জি.আর রাজ নামের জাহাজটি ডুবে যায়।

মংলা থানার জয়মনির ঘোল নৌ-টহল ফাঁড়ির ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জাহাজটির মাস্টার মো. ভুলু গাজী (৪০) জানান, কার্গোটি ৫শ ১০ টন কয়লা নিয়ে মংলা বন্দরের হারবাড়িয়া থেকে খুলনা যাচ্ছিলো। পথে সাইলো (খাদ্য গুদাম) সংলগ্ন পশুর নদীতে জাহ‍াজটির তলা ফেটে ডুবে যায়।

তবে জাহাজে থাকা ১০ জন কর্মচ‍ারি নিরাপদে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।

এর আগে, গত বছরের ০৯ ডিসেম্বর জয়মনির ঘোল সাইলো (খাদ্য গুদাম) থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ডুবির ঘটনা ঘটে। এতে সুন্দরবনের জীব বৈচিত্রের ব্যাপক ক্ষতি হয়। এ নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা চলে বহু দিন।
এবার কয়লা বোঝাই জাহাজ ডুবির ঘটনায় নতুন করে ওয়ার্ল্ড হেরিটেজের অংশ এই ম্যানগ্রোব ফরেস্টের কি ধরনের ক্ষতি হয় তাই এখন দেখার বিষয়।