
সম্প্রতি পোল্যান্ড সফরে গিয়েছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্যারিস হিলটন। সেখানে কয়েকটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন তিনি। বেশ ভালভাবেই শেষ হচ্ছিল তার এ সফর। কিন্তু পোল্যান্ড থেকে ফেরার পথে বেধে যায় বিপত্তি। তিনি নিজের গাড়ি করে এয়ারপোর্ট আসছিলেন। সেখানে অপেক্ষা করছিল তার প্রাইভেট জেট বিমান। সেটায় চেপেই পরবর্তী গন্তব্যে যাওয়ার কথা ছিল প্যারিসের। কিন্তু গাড়ি করে এয়ারপোর্ট আসার সময় তিনি অনুভব করলেন তার হাতের দামি আংটিটি নেই। ঘাবড়ে যান প্যারিস। কারণ আংটিটি শুধু মূল্যবান নয়, মহামূল্যবান।