শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫

স্ত্রীর নাক কামড়ে খেয়ে ফেললেন স্বামী

চীনের দেঝোউ শহরে বর্বরোচিত এক ঘটনায় এক স্বামী তার স্ত্রীর নাক কামড়ে বিচ্ছিন্ন করে ফেলেছেন। সেখানেই ক্ষান্ত হননি পাষ- স্বামী। নাকটি খাওয়ার মতো জঘন্যতম কাজও করেছেন তিনি। স্ত্রী তার ফোন না ধরায় ক্ষিপ্ত হয়ে এ কা- ঘটান তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছিল। আলাদাই থাকছিলেন দু’জনে। এ সপ্তাহের প্রথমদিকে এ ঘটনা ঘটে। কাজের চাপ সামলাতে কর্মস্থলে সেদিন অতিরিক্ত সময় থাকতে হয়েছিল  ইয়াংকে। এ সময় স্বামীর ফোন না ধরায় পরদিন ক্ষিপ্ত হয়ে স্ত্রীর অফিসে ঢুকে তার ওপর হামলা চালান স্বামী।
91887_nose
এ সময় তিনি তার নাক কামড়ে আলাদা করে ফেলেন ও সেটি গিলে ফেলেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ইয়াংয়ের নাকের ক্ষতটি এতোটাই ভয়াবহ যে, তার বড় ধরনের সার্জারি করাতে হবে এবং দীর্ঘ সময় ধরে চলবে তা। সার্জনরা বলছেন, কসমেটিক সার্জারি পদ্ধতিতে পুরো নাকটি গঠন করতে কমপক্ষে ৩ মাস সময় লাগবে। তার প্রায় পুরো নাকটাই খেয়ে ফেলেছেন স্বামী। নাকের মধ্যে থাকা অনুনাসিক পর্দা, নাকের ত্রিভুজাকৃতির নরম অংশ ও নাকের অগ্রভাগ সবই হারিয়েছেন দুর্ভাগা ইয়াং। বিয়ের আগে উভয়ের জীবনেই বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটেছিল। কিন্তু, এ দম্পতির সম্পর্কও ভয়াবহ উত্থান-পতনের মধ্যেই এগোচ্ছিল। ইয়াং জানিয়েছেন, আগের তরফে তার স্বামীর বড় দুটি সন্তান ছিল। তার দাবি, তাদের যে সন্তান এলো, তাকে বিক্রির চেষ্টা করেছিলেন তার স্বামী। স্বামী চেয়েছিলেন, তার নাতি-নাতনিকে দেখাশোনা করুক ইয়াং। কিন্তু, তাতে রাজি হননি স্ত্রী। এ পর্যায়ে তারা আলাদা থাকতে শুরু করেন। তবে এ সময় স্বামী তাকে নিয়মিতই ফোন দিতেন বলে জানান ইয়াং। এদিকে নাক কামড়ে খেয়ে নেয়ার ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন স্বামী। পুলিশ ওই ব্যক্তিকে খুঁজে বের করতে তল্লাশী অব্যাহত রেখেছে।