
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ভেড়ামারার ফারাকপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এখানে একটি ডেকোরেটরে বসে ছিলেন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। এসময় তাদের উপর জাসদ কর্মীরা হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।
পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে জাসদের কর্মীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় একটি মটর সাইকেল ভাঙচুর করা হয়।
এ ঘটনায় উভয় গ্রুপের মধ্যে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
এর আগে গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকায় জাসদ কর্মীরা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের অফিসে হামলা চালায়। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে।
এ ঘটনার প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘গ্রামছাড়া’ করার হুমকি দিয়েছেন ওই এলাকার স্থানীয় আওয়ামী লীগের নেতারা। তাকে ‘অবাঞ্ছিত’ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মহাজোট সরকারের শরীক জাসদের সভাপতির বাড়ি কুষ্টিয়ায়।