পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বোন জ্যানেট জ্যাকসন ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গতকাল এ খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা আইএএনএস। এতে বলা হয়েছে, ২০১২ সালে তিনি উইসাম আল মানা নামে এক মুসলিমকে বিয়ে করেছেন। তারপর থেকে তিনি পাল্টে গেছেন। রগরগে পোশাক আর উন্মত্ত নাচ বাদ দিয়েছেন। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হওয়ার কথা তার আইহার্ট রেডিও মিউজিক ফেস্টিভ্যাল। কিন্তু তিনি তা বানচাল করেছেন। বর্তমানে জ্যানেটের বয়স ৪৯ বছর। মুসলিম বিলিয়নিয়ার উইসাম আল মানা (৪০)-এর সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। লন্ডনের দ্য সান পত্রিকাকে এক সূত্র বলেছেন, নতুন ধর্মে তিনি ধর্মান্তরিত হয়ে তাতে তিনি ভিন্ন রকম এক আনন্দ পাচ্ছেন। এ বিষয়ে তিনি তার পরিবারকে অবহিত করেছেন। তারা তার পছন্দকে সম্মান করেন।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫
মুসলিম হয়েছেন জ্যানেট জ্যাকসন
পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বোন জ্যানেট জ্যাকসন ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গতকাল এ খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা আইএএনএস। এতে বলা হয়েছে, ২০১২ সালে তিনি উইসাম আল মানা নামে এক মুসলিমকে বিয়ে করেছেন। তারপর থেকে তিনি পাল্টে গেছেন। রগরগে পোশাক আর উন্মত্ত নাচ বাদ দিয়েছেন। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হওয়ার কথা তার আইহার্ট রেডিও মিউজিক ফেস্টিভ্যাল। কিন্তু তিনি তা বানচাল করেছেন। বর্তমানে জ্যানেটের বয়স ৪৯ বছর। মুসলিম বিলিয়নিয়ার উইসাম আল মানা (৪০)-এর সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। লন্ডনের দ্য সান পত্রিকাকে এক সূত্র বলেছেন, নতুন ধর্মে তিনি ধর্মান্তরিত হয়ে তাতে তিনি ভিন্ন রকম এক আনন্দ পাচ্ছেন। এ বিষয়ে তিনি তার পরিবারকে অবহিত করেছেন। তারা তার পছন্দকে সম্মান করেন।